নেত্রকোনায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ওরফে জামাল (৩৬) নিহত এবং মোটর সাইকেল চালক সুমন কুমার সাহা (৩০) গুরুতর আহত হয়েছেন।
গতকাল রবিবার রাত ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পারলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ছিদ্দিক ওরফে জামাল সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী গ্রামের রুহুল আমিনের ছেলে। সে নেত্রকোনা জেলা শহরের নাগড়া মীর বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। নিহত জামাল মদনপুর শাখার সোনালী ব্যংকে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং আহত সুমন সোনালী ব্যাংক নেত্রকোনা শাখার ক্যাশ অফিসার ও জেলা শহরের মোক্তারপাড়া এলাকার উজ্জল সাহার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক ও সুমন কুমার সাহা দুজনেই সন্ধ্যায় মোটর সাইকেলে করে বেড়াতে বের হয়েছিলেন। রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে পারলা নামক স্থানে পৌঁছলে ময়মনসিংহগামী একটি ট্রাকটি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষনা করেন এবং সুমন সাহাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
নদী বন্দর / জিকে