চট্টগ্রাম অঞ্চলের যমুনা ব্যাংক লিমিটেড’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে অনুষ্ঠিত হয়েছে। যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা, মো. ইসমাইল হোসেন সিরাজী, মো. সাইদুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, কম্পানি সচিব এম.এ. রউফসহ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্মেলনে ব্যাংকের পরিচালনা কার্যক্রম সংক্রান্ত বিশদ আলোচনা হয় ও ব্যাংকের বিবিধ কার্যক্রম প্রসারে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানগণের হাতে চেয়ারম্যান অ্যাওয়ার্ড-২০২০ প্রদান করা হয়।
নদী বন্দর / জিকে