ধীরে ধীরে সারাদেশ থেকেই কুয়াশা বিদায় নিচ্ছে। এখন কেবল দেশের নদী অববাহিকা অঞ্চলগুলোয় হালকা কুয়াশা পড়ছে। আর রাজধানী থেকে তো বেশ আগেই কুয়াশা বিদায় নিয়েছে। তবে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ধুয়ার মতো হালকা কুয়াশার দেখা মিলেছে ঢাকায়। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তা দৃশ্যমান ছিল।
হঠাৎ করে ঢাকায় কুয়াশা পড়ার কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘বেশি কুয়াশা ছিল না, অল্প। আকাশ বেশি পরিষ্কার থাকলে কুয়াশা একটু বেশি হয়। আজকে ঢাকার আকাশ পরিষ্কার। তাই অন্যান্য দিনের চেয়ে আজ ঢাকায় একটু কুয়াশা বেশি।’
আজ সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুক্ত থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।