গত বারের মত এবারেও শুকনো মৌসুমে ডালিয়া পয়েন্টের তিস্তা নদীতে আড়াই হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। সে পানি হেড রেগুলেটরের মাধ্যমে সিলট্রাফ হয়ে নেওয়া হচ্ছে প্রধান খালসহ সব খালে। এই পানিতে নীলফামারী, রংপুর আর দিনাজপুর জেলায় ইরি-বোরো চারা রোপন করা হয়েছে ৬০ হাজার হেক্টর জমিতে। যা থেকে উৎপন্ন হবে সাড়ে ৩ লাখ মেট্রিক টন খাদ্য শষ্য।
প্রতি একর জমিতে প্রকল্পের পানি নিয়ে আবাদ করতে মাত্র চারশ’ ৮০ টাকা ব্যয় হয়। এতে শুধুমাত্র সেচ খাতে কৃষকের সাশ্রয় হবে ৯৬ কোটি ৬২ লাখ ৬৪ হাজার টাকা।
পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া ডিভিশন নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘গত মৌসুমে ৫০ হাজার হেক্টর জমিতে ইরি বোরো আবাদ হয়েছিল। কিন্তু এবারে তিস্তা নদীতে আড়াই হাজার কিউসেক পানি প্রবাহ থাকায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬০ হাজার হেক্টর নির্ধারন করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। যে পরিমান পানি আছে তা দিয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব।’
এছাড়াও, পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী ডিভিশন নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তিস্তা সেচ প্রকল্পের আওতায় এবারে ১ হাজার কোটি টাকার খাদ্য শষ্য উৎপন্ন হবে যা কৃষি অর্থনীতিতে রাখবে বিশেষ ভূমিকা। বিশেষ করে প্রকল্পের আওতায় ফসল ফলাতে কৃষকের ব্যয় হয়ে থাকে যৎসামান্য। এ ছাড়াও ভূগর্ভস্থ পানির স্তর ১থেকে সাড়ে ৩মিটার উপরে উঠে এসেছে বলে জানালেন এই কর্মকর্তা।’
নদী বন্দর / পিকে