রাজধানীর বনানীতে স্টার কাবাবের সামনে ছুরিকাঘাতে মো. শাকিল গাজী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাকিল বনানীর পাঠশালা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। ঢাকায় সে পরিবারের সঙ্গে কড়াইল বস্তি এলাকায় থাকত।
নিহতের বাবা জসিম গাজী বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন কিশোর তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা তার ছুরিকাঘাতের খবর পাই।’
বনানী থানার এসআই ইয়াসিন হোসেন বলেন, ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।