মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর থেকে ফেরি পারাপার শুরু হয়েছে।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৫টা থেকে উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত দুইটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে। ঘন কুয়াশা থাকায় ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮ টার পরে কুয়াশার মাত্রা কমে এলে দুইঘাট থেকে ফেরি চলাচল শুরু করে।
নদী বন্দর / এমকে