1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভারত থেকে সজনে আমদানি - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
হিলি ( দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪০ বার পঠিত

দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে সজনে আমদানি। গতকাল শনিবার দুপুরের দিকে সজনেবোঝাই একটি মিনি পিকআপ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়ে আমদানি শুরু হয়।

ঢাকা থেকে সজনে কিনতে আসা এক পাইকার জানান, ঢাকার বাজারে আমদানিকৃত সজনের চাহিদা রয়েছে। এখন যেহেতু অফসিজিন, তাই দাম একটু বেশি। ঢাকার বাজারে প্রতিকেজি সজনে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে নতুন সজনে ওঠা শুরু হলে দাম অনেকটা কমে আসবে।

সজনে আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডাসের প্রতিনিধি মাহবুব আলম জানান, দেশের বাজারে এখনও সজনে ওঠেনি। যার কারণে দেশের বাজারে আমদানিকৃত সজনের ব্যাপক চাহিদা রয়েছে। আমদানি শুরুর খবরে বিভিন্ন জায়গা থেকে পাইকার-পত্র আসতে শুরু করেছে।

তিনি আরও জানান, প্রতিকেজি সজনে ১৫ টাকা শুল্ক দিয়ে আমদানি করা হচ্ছে। আর আমদানিকৃত এসব সজনে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি হয়েছে। প্রথম দিনের মতো একটি মিনি পিকআপে ২ হাজার ৭৬০ কেজি সজনা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছি আমরা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com