ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়াসহ ৬টি অভয়াশ্রমে দুই মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সোমবার (১ মার্চ) সকাল থেকে পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরসহ দেশের নদীগুলোতে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। কোনো নদীতে মাছ ধরার ট্রলার বা নৌকা চলাচল করতে দেখা যায়নি। এদিকে মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিশ গবেষকরা।
তবে অবরোধ চলাকালীন পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ মাছ ধরতে না পারেন সে জন্য কঠোর অবস্থানের কথা জানিয়ে, ইলিশ সম্পদ রক্ষায় সবার সহযোগিতা চেয়েছে মৎস্য বিভাগ।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদুপরে মোট ৫১ হাজার ১৯০ জন কার্ডধারী জেলে আছেন। তাদের যেহেতু আমরা মাছ ধরা থেকে বিরত রাখা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে এ চার মাস পর্যন্ত প্রত্যেক পরিবারকে ৪০ কেজি মানে ১৬০ কেজি চাল দেওয়া হবে। যাতে তাদের কোনো অসুবিধা না হয়।
চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকার করেন, সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় ৫২ হাজার।
আগামী দুই মাস হবে জাটকা সংরক্ষণ। চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ইলিশ বিচরণের ৬টি অভয়াশ্রমে রোববার (২৮ ফেব্রুয়ারি) থেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন।
নদী বন্দর / জিকে