নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবালের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদকে ভূয়া মুক্তিযোদ্ধা বলে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মোহনগঞ্জ।
বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা সোমবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন হতে খন্ড খন্ড মিছিল নিয়ে মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যায় মাঠে জড়ো হতে থাকে। পরে মুক্তিযোদ্ধা সংসদ ও নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১২টার দিকে বসুন্ধরা মোড় থেকে মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলী উছমান শিশু পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম তালুকদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধার সন্তান এস এম এইচ মুলকীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ওয়াহিদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এড. আবদুল হান্নান রতন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামছুর রহমান মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ চৌধুরী, সম্পাদক জোনায়েদ আহমেদ মানিক, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক আবু সাঈদসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি মোহনগঞ্জ আলী উছমান শিশু পার্কে এক সভায় ৪ নং মাঘান শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবালের বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদকে ভূয়া মুক্তিযোদ্ধা বলে কটাক্ষ করেন।
নদী বন্দর / পিকে