1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পানি নেই হিলি হাসপাতালে,চরম ভোগান্তিতে রোগীরা - Nadibandar.com
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৪৭ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সের মহলিা ওয়ার্ডে পানি না থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। ২ দিন যাবৎ পানি নেই, খুব কষ্ট পোহাতে হচ্ছে বলে আভিযোগ ভুক্তভোগী রোগীদের।

মহিলা ওয়ার্ডের ২৮ নং বেডের রোগী আঁখলমিা বেগম বলেন, ২ দিন যাবৎ আমাদের এই ওয়ার্ডে পানি নেই। কয়েক দিন যাবৎ খুব কষ্টে আছি। তাই নিরুপায় হয়ে আজ বাড়িতে চলে যাচ্ছি। ২৬ নং বেডের কহিনুর বেগম বলেন, আমি অসুস্থ মানুষ, পানি নিতে বার বার নিচে যেতে হচ্ছে। বাথরুমের জন্য অন্য ওয়ার্ডে যাচ্ছি।

১৪ নং বেডের রোগীর মেয়ে পরিবানু বলেন, হাসপাতালের লোকজনকে বার বার বলার পরও পানির কোন ব্যবস্থা করছে না। আমার মা বয়স্ক অসুস্থ মানুষ, তাকে নিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া,আসা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন লোক বলছেন এটা ঠিক করতে,তিনি বলছেন ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।

২৪ নং বেডের মল্লিকা বেগম বলেন, এতো কি? কষ্ট করা যায়। অসুস্থ মানুষ, শরীর চলে না।তার পর আবার পানি ঢোলায় করতে হচ্ছে। থাকবো না, চলে যাবো।বাড়িতেই ভাল থাকবো।

মহিলা ওয়ার্ডের নার্স শিরিন আক্তারের নিকিট পানি নেই কেন, জানতে চাইলে তিনি বলেন, মটার পুড়ে গেছে,তাই পানি নেই। হাকিমপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, হাসপাতালের বড় পাম্পটি পুড়ে গেছে। মেরামত চলছে,আশা করছি দুই একের মধো ঠিক হয়ে যাবে। তবে হাসপাতালের কারেন্টের ওয়ালিং গুলো খুব দুর্বল, এগুলো সংস্কার প্রয়োজন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com