দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকায় বাড়ছে শীত আর ঝিরঝির করে পড়ছে ঘন কুয়াশা। গত চার দিন থেকে জেঁকে বসেছে শীত। গত সপ্তাহে দিনে গরম আর রাতে শীত অনুভূত হলেও গত দু’দিন ধরে ঘন কুয়াশার স্থায়িত্ব বেড়েছে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে গোটা জেলা। দশ হাত দূরেও ঠিকমতো কোন কিছু দেখা যায় না। দুপুরের পর রোদের কিছুটা ঝিলিক নিয়ে সূর্য দেখা যাচ্ছে। তবে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় রোদও তেমন উত্তাপ ছড়াতে পারছে না। কিছুক্ষণ রোদের দেখা মিললেও বিকেল থেকে আবার শীতের প্রকোপ বাড়তে থাকে।
বৃদ্ধ রহিম মণ্ডলের জানান, অন্যবারের থেকেও এবার শীতের প্রকোপ বেশি মনে হচ্ছে। গতকাল সূর্যের দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টির মতো ঝির ঝির করে কুয়াশা পড়ছে। আমাদের বৃদ্ধদের জন্য চলাফেরা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ মঙ্গলবার সর্বনিম্ন ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের বেলা এখানে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। ঘনকুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহ শুরু হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
নদী বন্দর / পিকে