পাওনা টাকা চাইতে গিয়ে দেনাধারের কিল ঘুষি লাথিতে আহত মাসুদ মিয়া (৩৫) ১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার সকালে মদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত মাসুদ মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশরী গ্রামের মাসুদ মিয়ার কাছ থেকে একই গ্রামের তানভীর সাড়ে ৬ হাজার টাকা ধার নেয়। মাসুদ শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তানভীর তার সাথে থাকা রোমানকে নিয়ে মাসুদের উপর ঝাপিয়ে পড়ে এবং নাকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে অনবরত কিল
ঘুষি লাথি মারতে থাকে। এ সময় মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মাসুদ দীর্ঘ ১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সকাল ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে রবিবার বিকালে মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নদী বন্দর / পিকে