সিরাজগঞ্জে সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে একটি বাস থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মতিউর রহমান নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের নিউ জনতা হোটেলের সামনে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নদী বন্দর / জিকে