আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে তাকে শুভেচ্ছা জানানো হয়। সোমবার (৮ মার্চ) সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে তারা শুভেচ্ছা জানান।
এছাড়াও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্পিকারকে নারী দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি ও উপসচিব প্রশাসন-১-এ কিউ এম জি কিবরিয়া মজুমদারের নেতৃত্বে ফোরামের সদস্যরা স্পিকারকে ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপসচিব ট্রেনিং অ্যান্ড প্রিভিলেজ ও ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস, এম, মঞ্জুর, পরিচালক গণসংযোগ ও ফোরামের সহ-সভাপতি মো. তারিক মাহমুদ, চিফ হুইপের একান্ত সচিব ও উপসচিব আব্দুল কাদের জিলানী এবং সাধারণ সম্পাদক আসিফ হাসানস প্রমুখ।
নদী বন্দর / পিকে