মঙ্গলবার ভোর থেকেই মেঘলা ঢাকার আকাশ। সঙ্গে রয়েছে হালকা বাতাস। তবে আবহাওয়া অধিদফতর বলছে, মেঘলা আকাশ ও বাতাস থাকলেও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যদি বৃষ্টি হয়, তাহলে এক ফোঁটা, দুই ফোঁটা হতে পারে। সেটারও সম্ভাবনা কম। তবে ঢাকার আকাশ মেঘলা থাকবে।’
এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নদী বন্দর / পিকে