রাজধানীর খিলগাঁও এলাকায় কাজী সালাউদ্দিন (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ওই এলাকার খিদমাহ হাসপাতালের পাশের ফুটপাত থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খিদমাহ হাসপাতালের পেছনে গত রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, চুরি দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের কপালে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
নিহতের ছেলে সাদ্দাম হোসেন বলেন, ‘আমার বাবা ১৫ দিন আগে সিকিউরিটি গার্ডের চাকরিতে যোগদান করেছেন। গত রাত ১১টার দিকে খাবার খেয়ে ডিউটিতে যান তিনি। সকাল নয়টার দিকে জানতে পারি, খিদমাহ হাসপাতালের পেছনে আমার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত এসে দেখি কে বা কারা আমার বাবাকে কুপিয়ে ফুটপাতের উপর ফেলে রেখে গেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।’
সাদ্দাম হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বোয়ালিয়া গ্রামে। বর্তমানে তারা বাবা-ছেলে খিলগাঁওয়ের মেরাদিয়া নতুন কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকেন।
নদী বন্দর / পিকে