জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘কুলিশ’ও ‘সুমেধা’ তিনদিনের শুভেচ্ছা সফর শেষে মোংলা বন্দর ত্যাগ করেছে। বুধবার (১০ মার্চ) বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দু’টিকে বিদায় জানায়।
এসময় অধিনায়ক বানৌজা মোংলাসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোাগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিননের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়া এবং ফ্লোটিলা ওয়েস্ট কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৌ কমান্ডোগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
এতে আরও বলা হয়, জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
নদী বন্দর / জিকে