প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেল প্রশাসন জানায়, বিভিন্ন সূত্রে নিষিদ্ধ কারেন্ট জাল বসানোর খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর সর্তার ঘাট ও কালুরঘাট মুখের মধ্যবর্তী বিভিন্ন স্থান থেকে সাড়ে চার হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, হালদা নদীর মা মাছ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও অভিযান পরিচালনা করে। এতে আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরসেদুজ্জামান এবং আইডিএফ সদস্যরা সহযোগিতা করেছেন।’