কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার (৪ এপ্রিল) সকালে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও দুইজন।
নিহতরা হলেন, আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার হোরন আলীর ছেলে আবদুল কাদির সওদাগর (৭০), একই পরিবারের মৃত মকবুল হোসেনের ছেলে মতি মিয়া (৬৫) ও ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুমুরিয়া চান্দপুর এলাকা থেকে রোববার (৪ এপ্রিল) সকালে আবদুল কাদের সওদাগর পরিবারের সদস্যদের নিয়ে একটি অটোরিকশাযোগে গোমতী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এসময় আড়াইওরা এলাকায় গোমতী নদীর বাঁধের উপর একটি বেপরোয়া গতিসম্পন্ন ট্রাক তাদের বহন করা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুল কাদেরও মতি মিয়া মারা যায়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হেলাল মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক তুফান মিয়া ও রুকু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।’
নদী বন্দর / এমকে