পিরোজপুরে বরো ধানের ফলন ভালো হয়েছে। কড়া রোদে পুড়ে সেই ধান কাটতে ব্যস্ত কৃষকরা। সমান তালে চলছে ধান মাড়াইয়ের কাজও। এ বছর বৃষ্টি না হওয়ায় ধান সংগ্রহে কোনো সমস্যা হচ্ছে না চাষিদের। তবে ধানের প্রত্যাশিত দাম না থাকায় মুখে হাসি নেই তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের অধিকাংশ এলাকায়ই যুগ যুগ ধরে আমন ধানের চাষ হয়ে আসছে। তবে পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদসহ কয়েকটি উপজেলার নিচু জমিতে বোরো ধান চাষ করছেন কৃষকরা।
বোরো চাষিরা জানান, মৌসুমের শুরুতে ৮০০ টাকার ওপরে প্রতি মণ ধান বিক্রি হলেও, বর্তমানে তা ৭০০ টাকার নিচে নেমে এসেছে। আর মিল মালিকরা পর্যাপ্ত ধান ক্রয় না করায়, ধানের দাম কমে এসেছে বলেও জানান তারা। এছাড়া সরকার প্রতি বছর ধান ক্রয় করলেও, সাধারণ চাষিরা সেই সুযোগ থেকে বঞ্চিত হন। আর এ সুবিধা নেয় মধ্যস্বত্বভোগীরা।
পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ জানান, এ বছর কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ধানের ফসল ভালো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এছাড়া চাষিরা যাতে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারে এজন্য তাদেরকে সার্বিক সহায়তা করা হচ্ছে।
উল্লেখ্য, এ বছর পিরোজপুরের ৭টি উপজেলায় ২৪ হাজার ৫৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ২২ হাজার ৯১৫ হেক্টর।