গুরুত্বপূর্ণ লড়াই। আজ (মঙ্গলবার) জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ, সেইসঙ্গে উঠে যাবে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে।
এমন এক ম্যাচে শুরুতেই ধাক্কা খেল টাইগাররা। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৫ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে হারিয়ে বসেছে স্বাগতিক দল।
অথচ ইনিংসের প্রথম ওভারে ইসুরু উদানাকে তিন বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু দুশমন্ত চামিরার পরের ওভারে জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চামিরা। আম্পায়ার প্রথমে আউট দেননি। শ্রীলঙ্কা রিভিউ নিয়ে নেয়, তাতেই বাজিমাত। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ৬ বলে ১৩ রানের ইনিংস খেলে।
ওই ওভারেরই চতুর্থ বলে চামিরার আরেকটি ইনসুঙ্গারে পরাস্ত হন সাকিব আল হাসান। এবার আম্পায়ার সঙ্গে সঙ্গেই আঙুল তুলে দেন, আউট বুঝতে পেরে রিভিউ নেননি সাকিব (০)।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান। ১ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস, মুশফিকুর রহীম এখনও রানের খাতা খুলতে পারেননি।