1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
গত কোপার ‘ফাইনাল’ই এবারের সেমিফাইনাল - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৩৬ বার পঠিত

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল এবং চিলির বিপক্ষে জিতে পেরু পেয়েছিল কোপা আমেরিকার গত আসরের ফাইনালের টিকিট। পরে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পেরুকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ঘরের মাঠের কোপায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

এবারও নিজেদের ঘরের মাঠেই কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। এবারও শিরোপা জেতার পথে পেরু বাধা অতিক্রম করতে হবে সেলেকাওদের। তবে সেটি ফাইনালে নয়। এবার সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে কোপার গত আসরের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও পেরু।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে এ দুই দল। শুধু গত আসরের ফাইনালে নয়, চলতি আসরের গ্রুপপর্বের ম্যাচেও পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তিতের শিষ্যরা।

সবমিলিয়ে এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে। যেখানে ব্রাজিলই জিতেছে ৩৫টি ম্যাচ, ড্র ৯টি আর পেরুর জয় ৫ ম্যাচে। কোপা আমেরিকায় মোট ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে এ দুই দল। যেখানে ব্রাজিলের জয় ৮ ম্যাচে আর ড্র-পরাজয় ২টি করে ম্যাচে।

চলতি কোপার পারফরম্যান্সেও এগিয়ে রয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা। পরে শেষ আটের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে সেমিফাইনালের টিকিট।

অন্যদিকে গ্রুপপর্বের চার ম্যাচে দুইটি জিতেছিল পেরু, ড্র হয় এক ম্যাচ। পরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। ফল নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে তারা।

মজার বিষয় হলো, কোপা আমেরিকায় ব্রাজিলকে বাদ দিলে সবশেষ ১২ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে পেরু। এ সময়ের তারা জিতেছে ৬টি ম্যাচ আর ড্র হয়েছে বাকি ৬টি। অর্থাৎ কোপায় সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ব্রাজিলের কাছেই হেরেছে পেরু।

এবার সেই রেকর্ড বদলানোর লক্ষ্যেই মাঠে নামবে পেরু। প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান নিজেদের পক্ষে থাকলেও, সেমির ম্যাচে বেশ সতর্ক ব্রাজিল কোচ তিতেও। আর জয়ের জন্যই মাঠে নামার কথা জানিয়েছেন পেরুর কোচ রিচার্ড গারেসা।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন, নেইমার ও গাবিগোল।

পেরুর সম্ভাব্য শুরুর একাদশ: পেদ্রো গ্যালেস, মিগুয়েল ট্রাউকো, অ্যালেকজান্ডার ক্যালেনস, ক্রিশ্চিয়ান রামোস, আলদো করজো, ইয়োশিয়াম ইয়োতুন, রেনাতো তাপিয়া, ক্রিশ্চিয়ান কুয়েভা, সার্জিও পেনা, সান্তিয়াগো ওরমেনো এবং জিয়ানলুকা লাপাদুলা।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com