লর্ডস টেস্টে লোকেশ রাহুলের সেঞ্চুরি ও রোহিত শর্মার ৮৩ রানের ইনিংসে ৩৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। জবাবে স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে দারুণ লড়েছেন অধিনায়ক জো রুট। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত আর আউট হননি রুট, খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস।
ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিতে দলকে ৩৯১ রান পর্যন্ত নিয়ে গেছেন রুট। ঐতিহাসিক লর্ডসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। একই ইনিংসে টেস্ট ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন ইংলিশ অধিনায়ক। একইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ডবুকেও।
অভিষেকের পর থেকে সবচেয়ে কম সময়ে ৯ হাজার রান করেছেন রুট। তার সময় লেগেছে ৮ বছর ২৪৪ দিন। এতদিন রেকর্ডটি ছিল রুটের স্বদেশি অ্যালিস্টার কুকের দখলে। তিনি ৯ বছর ৯৩ দিনে করে ফেলেছিলেন ৯ হাজার রান।
বয়সের হিসেবে দ্বিতীয় সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই মাইফলক ছুঁয়েছেন রুট। ৯ হাজার করার দিন তার বয়স ৩০ বছর ২২৭ দিন। এই রেকর্ডটি এখনও রয়েছে কুকের দখলে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ৩০ বছর ১৫৯ দিন বয়সে ছুঁয়েছিলেন এই মাইলফলক।
ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের ১৬তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান করলেন রুট। তিনিই এখন ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই তালিকায়ও তার সামনে একমাত্র নামটি অ্যালিস্টার কুকের।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে রুটের (২২) চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধুমাত্র অ্যালিস্টার কুক (৩৩) ও কেভিন পিটারসেনের (২৩)। তার সমান ২২ সেঞ্চুরি করেছেন জেওফ বয়কট, ইয়ান বেল, কলিন কাউড্রে ও ওয়ালি হ্যামন্ড। রুটের ২২ সেঞ্চুরির মধ্যে ১১টিই এসেছে অধিনায়ক হিসেবে। ইংল্যান্ডের পক্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১২ সেঞ্চুরি কুকের।
ঐতিহাসিক লর্ডসে চারটি সেঞ্চুরি করেছেন রুট। চার ইনিংসেই তিনি করেছেন ১৫০-র বেশি রান। লর্ডসে তার চেয়ে বেশি ১৫০ রানের ইনিংস খেলতে পারেননি আর কেউ। সবমিলিয়ে টেস্টে ১১ বার ১৫০+ রান করেছেন রুট। ইংল্যান্ডের পক্ষে রুটের সঙ্গে এটিই সর্বোচ্চ।
ক্যারিয়ারের ২২ সেঞ্চুরির মধ্যে চলতি বছরই পাঁচটি করেছেন রুট। ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করলেন তিনি। সবমিলিয়ে এর আগে ইংল্যান্ডের পক্ষে এক বছরে পাঁচ সেঞ্চুরি করেছিলেন ইয়ান বেল, ২০১১ সালে।
ভারতের বিপক্ষে সবমিলিয়ে সাতজন ব্যাটসম্যান করেছেন ২ হাজারের বেশি রান। এ তালিকায় সপ্তম সদস্য হিসেবে যোগ দিয়েছেন রুট। অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে ২ হাজারের মাইলফলক পেরিয়েছেন রুট।
নদী বন্দর / পিকে