1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১৭-তেই অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড! - Nadibandar.com
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

জাতীয় দলে খেলা প্রতিটা খেলোয়াড়েরই চরম আরাধ্য অধিনায়কত্ব। আন্তর্জাতিক পর্যায়ে নিজ দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে শুধু পারফরম্যান্সই শেষ কথা নয়, লাগে যথেষ্ট মেধা ও প্রজ্ঞা। প্রয়োজন হয় খানিকটা ভাগ্যের ছোঁয়াও। তবে, কিছু মানুষ যেন জন্মই নেন চরম সৌভাগ্য নিয়ে। সেরকমই একজন হয়তো জ্যাক ভুকুসিচ। বয়স এখনো ১৮-ই হয়নি, অথচ এরই মধ্যে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে গেছেন জাতীয় দলে।

সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে গতকাল ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন ভুকুসিচ। তাতেই আইসিসির রেকর্ডবুকে নাম লিখিয়ে ফেলেছেন ১৭ বছর বয়সী এ কিশোর। ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক!

নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি ভুকুসিচের। একই দিনে তার নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, আর দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তার দল।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকেই অবশ্য রেকর্ডের বৃষ্টি ঝরতে দেখা হচ্ছে। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন আর কোন রেকর্ড ভেঙে দিচ্ছেন, হিসাব রাখা মুশকিল। ভুকুসিচের আগেই যেমন রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আমজাদ। শুধু এই দুজনই নন, টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের।

ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। সব মিলিয়েও রশিদ আন্তর্জাতিক ক্রিকেটের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক। টেস্টে তিনি আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন ২০ বছর ৩৫০ দিন বয়সে। রেকর্ডটা রশিদ গড়েছেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com