গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, কয়েকজন খেলোয়াড় নিজেদের পারিশ্রমিক কমাতে রাজি হননি বিধায় লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেসব খেলোয়াড়দের তালিকায় রয়েছে জর্দি আলবার নামও। যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানালেন এ তারকা ডিফেন্ডার।
রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে মেসিবিহীন যুগের শুরু করেছে বার্সেলোনা। ম্যাচটি এক এসিস্টের পাশাপাশি দারুণ খেলেছেন আলবা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে আসে তার বেতন কমাতে না চাওয়ার প্রসঙ্গটি। এ বিষয়ে শিগগিরই সত্য জানাবেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা, এমনটাই আশা জর্দি আলবার।
শুধু তাই নয়, বেতন কমানোর বিষয়ে এখনও পর্যন্ত তার সঙ্গে ক্লাবের কেউ আলোচনা করেনি বলেও জানিয়েছেন আলবা। পাশাপাশি ক্লাবের প্রয়োজনে পারিশ্রমিক কমাতেও রাজি রয়েছেন তিনি। কিন্তু মেসির বিদায়ের সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক নেই বলেই দাবি এ স্প্যানিশ ডিফেন্ডারের।
সংবাদ সম্মেলনে আলবার বলেছেন, ‘আমাকে কেউ ফোন করেনি। ক্লাব যখন আমার সঙ্গে কথা বলবে, আমি অবশ্যই রাজি (বেতন কমাতে)। এখানেই আমার জন্য এবং এখানেই (বার্সেলোনা) আমি সারাজীবন কাটাচ্ছি। তবু আমার কমিটমেন্ট প্রশ্নবিদ্ধ হলে খুবই খারাপ লাগে।’
তিনি আরও যোগ করেন, ‘যেহেতু এ বিষয়ে প্রেসিডেন্ট (লাপোর্তা) এখনও পর্যন্ত কিছু বলেননি। আমি আশা করছি, তিনি শিগগিরই কথা বলবেন এবং সত্যটা জানাবেন।’
পারিশ্রমিক কমানোর বিষয়ে এরই মধ্যে ক্লাবের সঙ্গে তার আইনজীবীর কথা হয়েছে বলে জানালেন তিনি। আরেক ডিফেন্ডার জেরার্ড পিকের মতো দলের বাকি অধিনায়করাও বেতন কমাতে রাজি আছে জানিয়েছেন আলবা।
তার ভাষ্য, ‘আমার আইনজীবী ক্লাবের সঙ্গে কথা বলেছে। প্রত্যেক অধিনায়কই এ বিষয়ে একমত এবং তাদের সবারই (পারিশ্রমিক কমানোর) ইচ্ছা রয়েছে। এ বিষয়ে মিথ্যা আমাকে রাগিয়ে তোলে। আমি নিজে অনেক কিছুই সয়ে যেতে পারি। কিন্তু আমার পরিবারকে যা সহ্য করতে হয় তা আমাকে অনেক ভ্যাবায়।’
এসময় মেসির বিদায়ের সঙ্গে কোনো যোগসূত্র না থাকার কথা জানিয়ে আলবা বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার বাইরে, মেসি এমন একজন যে আমাকে সবচেয়ে ভালো বুঝতো। তাহলে একবার ভাবুন আমি তাকে ক্লাবে রাখার জন্য কত চেষ্টা করে থাকতে পারি।’
তিনি আরও বলেন, ‘এটা সত্য নয় যে অধিনায়করা বেতন কমাতে চায়নি বলে মেসির ক্লাব ছাড়তে হয়ে। মেসির বিষয়টা অধিনায়কদের বাইরে ছিল। এটা পুরোপুরি ক্লাব ও তার মধ্যকার বিষয়। মানুষ যা কিছু বলে, তা আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তবে আমি সবই দেখছি। কোনকিছুই আমাকে আর অবাক করে না।’
নদী বন্দর / পিকে