সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই সিনেমা। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করছেন প্রিয়দর্শিনী মৌসুমী।
আর সিনেমাতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তারা ছবিটিতে দম্পতি রুপে হাজির হবেন।
‘দেশান্তর’ সিনেমার শুটিং এরইমধ্যে শুরু করেছেন পরিচালক। সেই সেট থেকেই প্রকাশ হয়েছে মৌসুমী ও রুবেলের গ্রামীন দম্পতি সাজের লুক। সেটি বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সিনেমাটির নির্মাতা আশুতোষ সুজন তিনি বলেন, ‘করোনাকালীন সতর্কতার জন্য সরকারি স্বাস্থ্য বিধি যে আইন জারি আছে তা মেনেই শুটিং করছি আমরা। গাজীপুরের বিভিন্ন জায়গায় শুটিং করেছি। সামনে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে শুটিং।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে তৃতীয় লটের কাজ চলছে। শিল্পীরা ইউনিউটের সবাই খুব সহযোগিতা করছেন। আশা করছি ভালো কিছু নিয়ে আসতে পারবো দর্শকের জন্য।’
অভিনেত্রী মৌসুমী বলেন, ‘এ ছবির প্রাণ হচ্ছে গল্পটি। অন্নপূর্ণা চরিত্রটিও দুর্দান্ত। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে। আশা করছি কাজটা শেষ করতে পারলে ভালো একটা সিনেমা পাবেন দর্শক।’
পরিচালক আশুতোষ সুজন জানান, তার ‘দেশান্তর’ ছবিতে রুবেল-মৌসুমীর পাশাপাশি আরও দেখা যাবে নানা প্রজন্মের পরিচিত অনেক প্রিয়মুখ।