বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে কুষ্টিয়ার পৌর কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গায়িকার দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ কুষ্টিয়ায় নেওয়ার কথা জানিয়েছেন তার পারিবার।
ফরিদাকন্যা জিহান ফারিয়া মায়ের মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, ‘মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার শেষ ইচ্ছে ছিল কুষ্টিয়া যাওয়ার। বাবা-মার কবরের পাশে দাফন করার শেষ ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।’
তার ছেলে ইমাম নাহিল বলেছিলেন, ‘মাকে আমরা কুষ্টিয়াতে দাফন সম্পন্ন করব, তার ইচ্ছা অনুযায়ী।’
বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরেই লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত ২ সেপ্টেম্বর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গায়িকার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকলে গত ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টেই রাখা হয়েছিল।
নদীবন্দর/জেএস