আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি গত কিছুদিন ধরে পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তার শারিরীক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৭৯ সালে ইরানের রেজা শাহ পাহলাভির নেতৃত্বাধীন রাজতন্ত্রের উৎখাত ও ইসলামি বিপ্লব বিজয়ে অসামান্য অবদান রাখেন আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি । অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বাকিরুল উলুম গবেষণা সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে সংস্থাটির নাম দেয়া হয় ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও গবেষণা সংস্থা । আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি আমৃত্যু এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি তাফসির, দর্শন ও ইসলামি শিক্ষা বিষয়ে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ ও বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি’সহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নদী বন্দর / জিকে