মগবাজার ফোকাস স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে নতুন একটি চলচ্চিত্র নিয়ে আবারো হাজির হচ্ছে নিশি মিতালী কথাচিত্রের কর্ণধার প্রযোজক মামুন চৌধুরী। সিনেমাটির নাম ‘সদর ঘাটের বাদশাহ’।
চলচ্চিত্রটির কাহিনীকার এবং পরিচালক ইভান মল্লিক। যে গান দু’টির রেকর্ডিং করা হয়েছে তার শিরোনাম ‘বদলে গেছি’ ও ‘মন মানে না বারন।’
গানগুলোতে একসাথে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সুধা। এ গান দুটি দিয়েই সুধার চলচ্চিত্রে প্রথমবারের মত প্লেব্যাক যাত্রা হলো।
গান দুটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম।
ইমরান গানগুলো সম্পর্কে বলেন, ‘গান দুটির কথা, সুর ও মিউজিক অসাধারন। নতুন শিল্পী সুধার সাথে আমার প্রথম কাজ। খুবই চমৎকার তার গলা। গান দুটি সুধা অনেক অবেগ দিয়ে গেয়েছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সুধার উচ্ছ্বাস বাঁধ ভাঙা। একে তো প্রথম প্লেব্যাক করলেন। তার উপর সেটা সময়ের সেরা জনপ্রিয় গায়কের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো আমার সিনেমাতে প্লেব্যাক করবো। সেটি পুরোন হয়েছে ‘সদর ঘাটের বাদশাহ’ সিনেমার মাধ্যমে।
সেই সিনেমার গানে প্রথম ইমরান ভাইয়ের সাথে গাইলাম। পুরো স্বপ্নের মতো। উনি দারুণ একজন সংগীতশিল্পী। আমাদের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
প্রযোজক মামুন চৌধুরী ও পরিচালক ইভান মল্লিকের ভাষ্য, খুব শিগগিরই মহরত অনুষ্ঠানের মাধ্যমে সব বিস্তারিত জানানো হবে সিনেমাটির।
নদী বন্দর / বিএফ