মাদারীপুরের শিবচর পৌরসভায় বাড়ি ফেরার পথে দাদন চৌকদার নামে (৪০) এক জেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একবছর আগে শেখ ফরিদ, সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখদের সঙ্গে দাদন চৌকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দাদন বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ ১৫-২০ জন তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।
তাকে উদ্ধার করে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে দাদন মারা যান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রকিবুল হাসান বলেন, দাদনের বাম পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাম পা ছাড়াই তাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে রেফার করি।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে এলাকা ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নদী বন্দর / সিএফ