গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে উদ্বোধন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানি’ কর্নার। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্নার গড়ে তোলা হয়। যা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক নাফিসা আরেফীন কর্ণারটি উদ্বোধন করেন।
এ উদ্যোগটি গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শুরু করা হয়েছে, যার জন্য ৯ লাখ ৭৫ হাজার টাকার বরাদ্দ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এই মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের জন্য সুবিধাজনক হবে। এটি শহীদ মুগ্ধের স্মৃতি চিরকাল অম্লান রাখবে।
গাজীপুর জেলা পরিষদ জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে এই প্রস্তাবটি নির্বাচিত হয়। ৬৯টি প্রস্তাবের মধ্যে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপনের প্রস্তাবটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর ফলে রেলওয়ে স্টেশনটি যাত্রীদের জন্য একটি সুপেয় পানির ব্যবস্থা পেয়েছে। আয়োজকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শহীদ মুগ্ধের মানবিক ত্যাগ ও সেবার ইতিহাস চর্চা অব্যাহত থাকবে।
এর আগে, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
উল্লেখ্য, ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন, এক ভিডিওতে দেখা যায় মুগ্ধ, যিনি অকুতোভয়ে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। তিনি বলছিলেন, পানি লাগবে কারও, পানি। তার এই সাহসিকতা ও মানবিক কাজ আজও সবার মনে রয়ে গেছে।
নদীবন্দর/জেএস