ছাত্র-জনতার ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির কথা জানিয়ে বলেন, ‘২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘গণমিছিল সফল করতে জামায়াতের প্রতিটি জেলা ও মহানগর শাখাকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। মিছিল হবে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশাকে তুলে ধরতে চাই।’
সকল নাগরিককে গণমিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘এটি শুধু জামায়াতের কর্মসূচি নয়, এটি গণমানুষের অধিকার আদায়ের পদক্ষেপ। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই, তারা যেন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করে।’
নদীবন্দর/জেএস