দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর-মুক্তিযোদ্ধাদের বাসস্থান ‘বীর নিবাস’ নামের গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে হিলি উপজেলার নয়ানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ৪ শতক জায়গার উপরে বীর নিবাস গৃহনির্মান কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
১২ লাখ ৯১ হাজার টাকা ব্যায়ে এই গৃহনির্মান করা হচ্ছে। উপজেলার ৯জন বীর মুক্তিযোদ্ধাকে এই গৃহনির্মান করে দেওয়া হচ্ছে। এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
নদী বন্দর / জিকে