সব কিছু ঠিক থাকলে আজ তিনি মাঠে থাকতেন। হয়তো ব্যাট হাতে দ্যুতি দেখাতেন। কিন্তু ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন সকালে হার্ট অ্যাটাকই সব এলোমেলো করে দিলো। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করে দেখা গেলো, তামিম ইকবালের হার্টে ব্লক। তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজে হাসপাতালে রিংও পরানো হলো। তারপর গেলেন এভার কেয়ার হাসপাতালে।
মাঠের বদলে বেশ কয়েকদিন কাটাতে হলো হাসপাতালে। এরপর বাসায় ঈদ করে চলে গেলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’র চিকিৎসাধীন থেকে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল।
আগের চেয়ে অনেক সুস্থ মোহামেডান ক্যাপ্টেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আর ঘরে থাকেননি। ২৪ ঘণ্টা না যেতেই আজ দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিকেল পৌনে ৩টায় শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির তামিম।
হোম অব ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম ইকবাল সোজা চলে গেলেন মোহামেডান ড্রেসিংরুমে। তার দল তখন ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করে এলেন তামিম।
নদীবন্দর/এসএইচ