করোনা সংক্রমণের মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। দেশের বিভিন্ন রাজ্যে এখন তা ভয়াবহ রূপ ধারণ করেছে। হরিয়ানা, হিমাচলপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও কেরালাতে ইতোমধ্যেই বার্ড ফ্লুর খবর পাওয়া গেছে। নতুন করে সংক্রমণের খবর এসেছে উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীর থেকে।
গত ১০ দিনে শুধু হরিয়ানায় মৃত্যু হয়েছে চার লাখ মুরগির। পরে, নমুনা সংগ্রহ করে পাঠানো হয় জলন্ধরের ল্যাবরেটরিতে। তবে নমুনায় বার্ড ফ্লুর সংক্রমণ পাওয়া যায়নি। তবে ভোপালের ল্যাবের রিপোর্টে তিনটির মধ্যে দুটিতেই ধরা পড়েছে এইচ৫ এন৮ ইনফ্লুয়েঞ্জা। এরপরই পোল্ট্রি পণ্যে সতর্কতা জারি করেছে হরিয়ানার রাজ্য কর্তৃৃপক্ষ। শুক্রবার হরিয়ানার পশুপালন দফতর এক বিবৃতিতে জানায়, গত ১০ দিনে পঞ্চকুলায় ২০টি ফার্মে চার লাখ মুরগির মৃত্যু হয়েছে। জানা গেছে, নমুনা পজিটিভ আসার পর হরিয়ানায় ১ দশমিক ৬০ লাখের বেশি মুরগি জবাই করা হবে।
সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে বৈঠকে সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবারই কেন্দ্র জানিয়েছিল, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের ১২টি অঞ্চলে ছড়িয়েছে বার্ড ফ্লু। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয়ের কিছু নেই। সাধারণ তাপমাত্রায় রান্না করলেই ভাইরাস মরে যায়। কাঁচা মাংসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বল করতে হবে। সাবান ও গরম পানি ব্যবহার করলেই হবে। রান্না করা খাবার থেকে কোনও ব্যক্তির শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ এখনও ঘটেনি।
অন্যদিকে, গত কয়েক দিনে দিল্লিতে ২০টি কাকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে মরা কাকের নমুনাও।
নদী বন্দর / পিকে