1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কাশ্মীরে স্কুলশিক্ষিকাকে গুলি করে হত্যা, সন্দেহ ‘টার্গেট কিলিং’ - Nadibandar.com
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩৩ বার পঠিত

ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের কুলগামে সন্ত্রাসীরা একজন হিন্দু ধর্মাবলম্বী স্কুলশিক্ষিকাকে গুলি করে হত্যা করেছে।  

পুলিশ জানিয়েছে, জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী রজনী বালা কুলগামের গোপালপোরা এলাকায় শিক্ষক হিসেবে চাকরি করতেন।  

সন্ত্রাসীদের গুলিতে রজনী আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলেছে, এই অপরাধে জড়িত সন্ত্রাসীদের শিগগিরই চিহ্নিত করে ‘নিষ্ক্রিয় করা হবে’।

শিক্ষককে গুলি করার ঘটনাটিকে জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘুদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করে হামলার আরেকটি ঘটনা হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

সম্প্রতি, সরকারি কর্মচারী রাহুল ভাট মধ্যকাশ্মীরের বুদগাম জেলায় সরকারি অফিসের ভেতরে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মাত্র এক সপ্তাহ আগে ৩৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা আমরীন ভাট বুদগাম জেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পুলিশের ভাষ্য, লস্কর-ই-তৈয়বা (এলইটি) সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে।

চলতি মাসে কাশ্মীরে এটি সপ্তম কথিত ‘টার্গেট কিলিং’। নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ও ৪ জন বেসামরিক নাগরিক।  

সূত্র: এনডিটিভি

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com