দেশে চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছে ৩২৮ জনের। তবে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল (বুধবার) ২৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। এর মধ্যে ঢাকারই ২১৬ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৬ হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
নদী বন্দর/এসএফ