চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুন) দুপুরে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, আকবরশাহসহ নগরীর অসংখ্য পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে হাজার হাজার মানুষ বসবাস করেন। যে কারণে পাহাড় ধসে আজ চারজনের প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নদী বন্দর/এসএফ