সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। গত ১৫ দিনে ৪০০ মিটারেরও অধিক বাঁধ নদীতে ধসে যাওয়ায় ভাঙনের কবলে পড়ে নদীতীরের বিনোটিয়া ও মাজ্জান এলাকার একটি মসজিদসহ অন্তত ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কিত বসতিরা নিজেদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
১১০ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালে কৈজুরী থেকে বিনোটিয়া পর্যন্ত ১০ কিলোমিটার লম্বা এ বাঁধটি নির্মাণ করা হয়।
স্থানীয় গালা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জানান, গত শুষ্ক মৌসুমে নদীতীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়েছিল। সেই সময় বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে কারণে বর্ষা মৌসুমে ওই স্থানগুলোতে বাঁধের সিসি ব্লকের নিচ থেকে বালু ও জিও ব্যাগ সরে গিয়ে ধসে যাচ্ছে। আর মাত্র ৪০-৫০ মিটার বাঁধ ভাঙলেই এই বাঁধের পাশেই তিন বছর আগে ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধেও ধস দেখা দিতে পারে। আর সেটা হলে নদীতীরের মানুষের অকল্পনীয় ক্ষতি হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘নদীতে তীব্র স্রোতের কারণে বাঁধের কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনরোধে প্রায় ৪০০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। ‘
নদী বন্দর/এসএস