মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার সরকার হচ্ছে উন্নয়নের সরকার। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড শুধু দেশের মানুষের কাছেই নয়, তার উন্নয়নের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার উন্নয়ন দেখে অনেক দেশ এখন তাকে অনুসরণ করছে।’
শনিবার দুপুরে ফরিদপুরের টেপাখেলা লেকপাড় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ‘কেনিয়ার জনগণ একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে জিজ্ঞেস করেছিল, কিভাবে কেনিয়াকে উন্নয়নের পথে নেওয়া যায়।
তখন বারাক ওবামা বলেছিলেন- কেনিয়াকে উন্নত দেশে পরিণত করতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকান্ডকে অনুসরণ করতে হবে। তাহলেই আপনারা উন্নত দেশে পরিণত হবেন।’
মন্ত্রী বলেন, ‘ফরিদপুরবাসীর জন্য একটি সুখবর অপেক্ষা করছে। দ্রুতই প্রধানমন্ত্রী ফরিদপুরবাসীকে এ সুখবরটি দেবেন, যেটি ফরিদপুরবাসী দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছে।’
জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে সুধি সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্না হাসান, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকায়েত হোসেনসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এবং জেলা পরিষদের তত্ত্বাবধানে ১৮০ কোটি টাকা ব্যয়ে টেপাখোলা রিসোর্ট তৈরি হচ্ছে। যেখানে থাকছে স্কুল, জিমনেশিয়াম, মিউজিয়াম, মসজিদ, রিসোর্ট, সুইমিংপুল ও বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ নানা স্থাপনা।
নদী বন্দর/এআরকে