1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আকাশে উল্টে গিয়ে নদীতে আছড়ে পড়ল হেলিকপ্টার, সব আরোহী নিহত - Nadibandar.com
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের হাডসন নদীতে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটে ম্যানহাটনের পশ্চিম পাশের একটি এলাকায়, যা ট্রেন্ডি দোকান ও রেস্টুরেন্টের জন্য পরিচিত। কাছেই রয়েছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস।

নিহতদের মধ্যে পাঁচ জন স্পেনের নাগরিক এবং হেলিকপ্টারটির একজন পাইলট ছিলেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

মেয়র অ্যাডামস বলেন, ‘আমাদের হৃদয় এই পরিবারের সদস্যদের জন্য শোকাহত।’

এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না বলে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নিচে পড়ে হাডসন নদীতে আছড়ে পড়ে।

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে মোড় নিয়ে নিউ জার্সির উপকূল বরাবর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সিএনএনের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে প্রায় ১৬ মিনিট উড়ে ছিল।

স্থানীয় সময় বিকেল ৩টা ১৭ মিনিট নাগাদ প্রথম জরুরি কল আসে এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌকাগুলো পাঠানো হয় বলে জানান নিউ ইয়র্ক ফায়ার কমিশনার রবার্ট টাকার।

তিনি বলেন, ‘কল আসার পরপরই আমাদের উদ্ধারকারীরা পানিতে নেমে পড়ে।’

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা পানিতে অনুসন্ধান চালায় এবং জীবিত কাউকে পেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে সফলতা আসেনি।

চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়, বাকি দুজনকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুই-ব্লেডবিশিষ্ট ‘বেল ২০৬’ হেলিকপ্টারটির দুর্ঘটনার তদন্ত করবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে মিলে তদন্তে সহযোগিতা করবে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে জরুরি সহায়তা পাঠানো হয়েছে।

বেল ২০৬ হেলিকপ্টারটি সাধারণত ভ্রমণ সংস্থা, টেলিভিশন সংবাদ মাধ্যম এবং পুলিশ বিভাগ দ্বারা ব্যবহৃত হয়ে থাকে।

নিউ ইয়র্ক সিটিতে এর আগেও পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস রয়েছে। ২০১৮ সালে ইস্ট রিভারে আরেকটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যাতে পাঁচ যাত্রী ডুবে মারা যান। কেবলমাত্র পাইলট বেঁচে যান।

২০০৯ সালে হাডসন নদীর ওপর একটি হেলিকপ্টার, যাতে ইতালীয় পর্যটকরা ছিলেন, একটি প্রাইভেট প্লেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তাতে নয়জনের মৃত্যু হয়।

সূত্র: বিবিসি।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com