বিএনপির কাছেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ মে) বিশিষ্ট আইনজীবী মরহুম এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্যই এতো বছর লড়াই করেছি, কিন্তু দুঃখজনক হলো কাঙ্খিত গণতন্ত্র এখনও ফিরে পাইনি। প্রতিদিন নতুন নতুন সংস্কারের লিস্ট তৈরী করায় পরিস্থিতি জটিল হচ্ছে।
তিনি বলেন, অনেকের কথা শুনে মনে হয় বিএনপি সংস্কার বিরোধী, কিন্তু সবার আগেই সংস্কারের কথা বলেছে বিএনপি। অনেকে বলে বিএনপি ক্ষমতা চায়, বিএনপি ক্ষমতা চায় জনগণের ম্যানিফেস্টো তৈরি করার জন্য।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনে করিডোর দেবেন, তার আগে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের বিপক্ষে যায় এমন কোনো কিছু চাপিয়ে দেয়া সম্ভব হবে না।
বেগম খালেদা জিয়া ফিরে আসায় পুরো জাতি আলো দেখতে পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ তৈরি করতে হলে কোথাও যেনো ভুল না হয়, গণতন্ত্র যাতে ভুলুন্ঠিত না হয়, সেজন্য সবাইকে কথা বলতে হবে।
নদীবন্দর/জেএস