ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) গাজা উপত্যকায় ১১৫ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ২১৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু লোক চাপা পড়ে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। গতকাল শুক্রবারের হামলাসহ গত দেড় বছরে গাজায় মোট ৫৩ হাজার ১১৯ জন নিহত এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, দু’মাস পর ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় অভিযান শুরু করে। দ্বিতীয় দফায় গত প্রায় দুই মাসে ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, হামাসের হাতে বন্দি ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত আছেন এবং ইসরায়েল সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের ঘোষণা দিয়েছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন যে হামাসকে দুর্বল করা এবং জিম্মিদের মুক্তি দেওয়াই তাদের অভিযানের মূল লক্ষ্য এবং তা অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা
নদীবন্দর/এএস