বন্দরনগরী চট্টগ্রামের আটটি উপজেলায় আজ রোববার (২৫ মে) পথসভা করবে বৈষম্যবিরোধীদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা সকাল ৯টা থেকে শুরু হবে।
আটটি পথসভাতেই উপস্থিত থাকবেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামে এনসিপির মিডিয়া উইংয়ের মুখপাত্র আরাফাত আহমেদ রনি।
তিনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়া কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক বলেন, ‘হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা রোববার সকালে চট্টগ্রামে আসবেন। আমরা নানা প্রস্তুতি নিয়েছি।’
জানা গেছে, পথসভাগুলোতে জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
নদীবন্দর/জেএস