1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নানান দাবিতে অচল সচিবালয়, এনবিআর ও নগর ভবন - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬ বার পঠিত

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে গতকাল দিনভর চলেছে অচলাবস্থা। একাধিক কর্মসূচি ও আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ এই তিনটি প্রতিষ্ঠানে কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।

সচিবালয়ে কর্মবিরতি, বিক্ষোভে অচল অবস্থা

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তারা গতকাল দিনভর বিক্ষোভ করেন। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-কে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ উল্লেখ করে এর বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনের কারণে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন হয়। সকাল থেকেই ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় শত শত কর্মচারী জড়ো হন। পরে তারা মিছিল করে সচিবালয়ের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করেন। ‘অবৈধ কালো আইন মানি না, মানবো না’, ‘দাবি মানতে হবে’—এমন নানা স্লোগানে মুখর ছিল এলাকা।

মিছিলে সংযুক্ত পরিষদের দুইটি অংশসহ আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেও তিনি দফতরে ছিলেন না। পরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দেন আন্দোলনরত নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কিছু সময়ের জন্য ফটক বন্ধ করে দেয়।

বিকেলে উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। তিনি তাদের জানান, বিষয়টি তিনি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। অভিযোগ উঠেছে— অধ্যাদেশে এমন কিছু ধারা রয়েছে, যেগুলো চার দশকের পুরনো ও কঠোর বিধান। যেমন, ছুটি ছাড়া অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ কিংবা দায়িত্বে গাফিলতির জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। কর্মচারীরা বলছেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা কাজে ফিরবেন না।

এনবিআরে কর্মবিরতি স্থগিত, তবে অসহযোগ অব্যাহত

দুই সপ্তাহ ধরে এনবিআর-এ চলা কর্মবিরতি গতকাল সন্ধ্যায় সাময়িকভাবে স্থগিত হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে ঘোষিত প্রতিশ্রুতির ভিত্তিতে তারা কর্মবিরতি স্থগিত করেছে। তবে অসহযোগ কর্মসূচি চলবে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, সরকার এনবিআর বিলুপ্ত করবে না বরং এটি একটি স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব বিভাগে পরিণত হবে। রাজস্ব নীতির জন্য আলাদা প্রতিষ্ঠান গঠন করা হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন করা হবে। তার আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, দাবি আদায় হয়েছে বলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করে তারা অনিষ্পন্ন কাজ সম্পন্ন করবেন বলেও প্রতিশ্রুতি দেয়।

এর আগে, দুপুরে এনবিআর কর্তৃপক্ষ দেশের সব কর, ভ্যাট ও কাস্টমস অফিসে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে রাতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্মসূচি স্থগিত করে তারা।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর বিভক্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করে। এরপর থেকেই এনবিআরের কর্মীরা আন্দোলনে নামে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়েও আলোচনা হয়।

নগর ভবনে ইশরাকের শপথ দাবিতে অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে চলছে ভিন্ন এক আন্দোলন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে করপোরেশনের কর্মচারী ও তার সমর্থকরা গত ১০ দিন ধরে অবস্থান করছেন। ফলে সব কার্যক্রম বন্ধ রয়েছে নগর ভবনে।

সমর্থকরা বলেন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গত বৃহস্পতিবার হাইকোর্টে ইশরাকের শপথ ঠেকাতে করা রিট খারিজ হয়ে যায়। এরপর তিনি ৪৮ ঘণ্টার সময় বেঁধে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। কিন্তু তার সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হলেও অনিয়মের অভিযোগ তুলে ইশরাক মামলা করেন। চলতি বছরের মার্চে আদালত সেই নির্বাচন বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনো তার শপথ হয়নি।

নদীবন্দর/ইপিটি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com