আঘাতপ্রাপ্ত পা নিয়ে হুইল চেয়ারে বসেই ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় মঙ্গলবার বাঁকুড়ায় ৩টি জনসভা করবেন মমতা। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।
আঘাতপ্রাপ্ত পা নিয়ে তার যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য বিশেষ তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব। সব সভামঞ্চেই কাঠের পাটাতন বসিয়ে র্যাম্প তৈরি করা হয়েছে। যাতে মঞ্চে হুইল চেয়ারে বসিয়ে তাকে তুলতে এবং নামাতে কোনো সমস্যা না হয়। একইভাবে হেলিকপ্টারে ওঠানামার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে হেলিপ্যাডে। থাকছে বিশেষ গাড়িও।
আঘাতপ্রাপ্ত পা নিয়েই যে প্রচার চালাবেন তা আগেই জানিয়েছিলেন মমতা। এসএসকেএম থেকে বাড়ি ফিরে প্রচারের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন। এর আগে রোববার কলকাতায় তৃণমূলের মিছিলে অংশ নেন তিনি। হুইল চেয়ারে বসে মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রাম থেকে আহত হয়ে ফিরেছিলেন মমতা। পরবর্তী জেলাসফরে তিনি আগামী ১৯ এবং ২০ মার্চ ফের নন্দীগ্রামে যেতে পারেন বলে তৃণমূল সূত্রের বরাতে খবর দিয়েছে আনন্দ বাজার।
নদী বন্দর / পিকে