দিনাজপুরের হিলিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৫ মার্চ বিকেল ৩ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরেনারী সার্জন রতন কুমার ঘোষের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম,থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লীয়াকত আলী প্রমুখ।
আলোচনায় বক্তারা দিনের তাৎপর্য তুলে ধরে ২৫ মার্চের নির্মম গণহত্যার রোমহষর্ক বর্ণনা করেন এবং আগামী দিনে পরবর্তী প্রজন্মের কাছে এ দিনের গুরুত্ব ও পটভূমি তুলে ধরার উদাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে গণশহীদের কবর জিয়ারত করে বিশেষ দোয়া করা হয়।
নদী বন্দর / পিকে