1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভারতকে লজ্জায় ডুবিয়ে এগিয়ে গেল অজিরা - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১২১ বার পঠিত

দিবারাত্রির গোলাপি বলের টেস্টে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। জয়ের জন্য স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯০ রান। এই মামুলি টার্গেট সহজেই উতরে যায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় অজিরা। এই জয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০’তে এগিয়ে গেল অজিরা। 

প্রথম ইনিংসে ভারতের ২৪৪ রানের পর সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। ভারতীয় বোলারদের তোপের মুখে ২০০ পেরুতে পারেনি স্বাগতিকরা। প্রথম ইনিংসে অলআউট হয় ১৯১ রানে। ফলে ৫৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ১ উইকেটে ৯ রান করে দিন শেষ করে তারা। তৃতীয় দিনে ৬২ রানে এগিয়ে থেকে শুরু করে ভারত। হাতে ৯টি উইকেট অক্ষত। কিন্তু নাটকীয়তা তখনো বাকি! অজি ঝড়ের মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা এমনটা হয়তো কেউ কল্পনাও করেনি। 

রেকর্ড হলো। তবে তা লজ্জার। ভারত নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ করে রেকর্ড বইয়ে নাম লেখাল। যা ভারতের পঞ্চম সর্বনিম্ন সংগ্রহের একটি।

ভারতের লজ্জার দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। যা সহজেই টপকে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন জো বার্নস ও ম্যাথু ওয়েড। ওয়েড ৩৩ রানে ফিরে গেলেও, ফিফটি হাঁকিয়ে দলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন বার্নস।  

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com