মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ জয়ের সুবাদে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠে গেছে বিরাট কোহলির দল।
তাদের এ জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যার শেষ ওভারের ঝড়ে ১৭১ রানের সংগ্রহ পেয়েছিল ব্যাঙ্গালুরু। সবমিলিয়ে ৩ চার ও ৫ ছয়ের মারে মাত্র ৪২ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স।
আর এই ইনিংস খেলার পথে আইপিএলে সবমিলিয়ে ষষ্ঠ ও দ্বিতীয় বিদেশি ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডি ভিলিয়ার্স। তবে একটি বিষয়ে ডি ভিলিয়ার্সই প্রথম। সেটি হলো বলের হিসেবে তিনিই ছয়জনের মধ্যে দ্রুততম।
দিল্লির বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলার পথে ৫৩তম রানটি নেয়ার সময় পূরণ হয় ডি ভিলিয়ার্সের আইপিএল ক্যারিয়ারের ৫ হাজার রান। তখন আইপিএলে তার মোকাবিলা করা বলের সংখ্যা ৩২৮৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেভিড ওয়ার্নারের চেয়ে প্রায় ৩০০ বল কম খেলেই ৫ হাজার রান করে ফেলেছেন ডি ভিলিয়ার্স।
আইপিএলে বলের হিসেবে দ্রুততম ৫ হাজার রান
১/ এবি ডি ভিলিয়ার্স – ৩২৮৮ বল
২/ ডেভিড ওয়ার্নার – ৩৫৫৪ বল
৩/ সুরেশ রায়না – ৩৬২০ বল
৪/ রোহিত শর্মা – ৩৮১৭ বল
৫/ বিরাট কোহলি – ৩৮২৭ বল
এছাড়া ৫ হাজারি ক্লাবের অন্য ব্যাটসম্যান শিখর ধাওয়ান এ মাইলফলকে পৌঁছতে খেলেছিলেন ৩৯৫৬টি ডেলিভারি।
নদী বন্দর / এমকে