পয়েন্ট তালিকায় খুব বেশি ভালো অবস্থায় নেই ম্যানচেস্টার ইউনাইটেড। আবার খুব খারাপও বলা যায় না। ১৩ ম্যাচ শেষে তাদের অর্জন ২৬ পয়েন্ট। অবস্থান তিন নম্বরে। সেই ম্যানইউ রোববার রাতে নিজেদের মাঠে লিডস ইউনাইটেডকে পেয়ে গোল উৎসবে মেতে উঠেছে।
নিজেদের ম্যাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গুনেগুনে লিডসের জালে ৬বার বল জড়িয়েছে ম্যানইউ ফুটবলাররা। শেষ পর্যন্ত জয় ৬-২ গোলের ব্যবধানে। এই জয়ের ফলেই মূলতঃ তিন নম্বরে উঠে এসেছে ম্যানইউ।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে লেস্টার সিটির পয়েন্ট ২৭। পরের ম্যাচ ম্যানইউ জিতলেই উঠে যাবে দ্বিতীয় স্থানে। তখন তাদের লড়াই হবে শুধু শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে।
২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম মুখোমুখি হলো ম্যানইউ এবং লিডস ইউনাইটেড। প্রথমার্ধেই জয়ের আসল কাজটি করে ফেলে ওলে সোলশায়েরের শিষ্যরা। এই অর্ধে ৪টি গোল করে ম্যানইউ। পরের অর্ধে বাকি দুটি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্কট ম্যাকটোমিনায় গোল করে এগিয়ে দেন ম্যানইউ। এর এক মিনিট পর আবারও গোল। এবারও গোলদাতা স্কট। ম্যাচের ২০তম মিনিটে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ।
৩৭তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভিক্টর লিন্ডেলফ। ৪১ মিনিটে একটি গোল শোধ করেন লিডসের লিয়াম কুপার। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানইউর আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিল লিডসের ডিফেন্ডাররা। তবে ৬৬তম মিনিটে গোল করে আবারও ম্যানইউকে এগিয়ে দেন ড্যানিয়েল জেমস।
৭০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। স্পট কিক নিতে আসেন ব্রুনো ফার্নান্দেজ। গোলরক্ষককে ফাঁকি দিয়ে লিডসের জালে ঠিকই বল জড়িয়ে দেন তিনি। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল শোধ করেন লিডসের স্টুয়ার্ট ডালাস।